• পতিরাজপুরে জাল আধার তৈরির অভিযোগে ধৃত ক্যাফের মালিক
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: ফের সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিস ইটাহারের পতিরাজপুরে। জাল শংসাপত্র, ল্যাপটপ, প্রিন্টার, আই স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা সহ নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিস। সঙ্গে ক্যাফের মালিককেও গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে ইটাহার থানার পুলিস। 

    ধৃত সুব্রত সিংহ বেশ কয়েক বছর ধরে মহাপুকুরে ক্যাফের আড়ালে এই কারবার চালিয়ে যাচ্ছিল। এবিষয়ে ইটাহারের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় বলেন, জাল আধার তৈরির অভিযোগে কয়েকদিন আগেই দু’জন গ্রেপ্তার করা হয়েছিল। সেই সূত্র ধরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    পুলিস সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক সহ পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে এখানে জাল আধার কার্ড তৈরি করতে আসত অনেকে। কয়েক হাজার টাকা নিয়ে সুব্রত জাল আধার বানিয়ে দিত। 

    জাল আধার চক্রের হদিস পেতে গত ২৯ আগস্ট কালিয়াগঞ্জে কমল বর্মন পরিমল রায়কে গ্রেপ্তার করে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস শুক্রবার মহাপুকুরের ক্যাফেতে হানা দেয়। এবং সুব্রতকে গ্রেপ্তার করে। 

    সীমান্ত এলাকায় ক্যাফের আড়ালে জাল আধার তৈরির একাধিক চক্র সক্রিয়। কয়েকদিনে বেশ কয়েকজন গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলেও। পুলিসও লাগাতার অভিযানে নেমেছে চক্রটিকে ধরতে। গ্রামীণ এলাকায় সাইবার ক্যাফের আড়ালে এই অবৈধ কারবার কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিস। ( ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে। - নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)