• রাতেও এবার পাড়ায় সমাধান শিবির, পালাটিয়া গানের মাধ্যমে প্রকল্পের প্রচারে বহুরূপী
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার রাতেও পাড়ায় সমাধান শিবির। অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। শুধু তাই নয়, ওই শিবিরে পালাটিয়া গানের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচারে বহুরূপী। সবমিলিয়ে শনিবার রাতে উৎসবের পরিবেশ তৈরি হল জলপাইগুড়ি সদরের খড়িয়া পঞ্চায়েতের রাখালদেবী প্রাথমিক স্কুলের মাঠে। উপচে পড়ল মানুষের ভিড়। উৎসবের আবহেই গানে গানে আর গল্পের মাধ্যমে দেওয়া হল উন্নয়নের বার্তা। স্কুলের মেঝেয় বসে প্রশাসনের আধিকারিকরা শুনলেন বুথের মানুষের চাহিদার কথা। জলপাইগুড়ি ব্লক প্রশাসনের অভিনব এই উদ্যোগের প্রশংসা করেছেন খোদ জেলা সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন থেকে সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। 

    এর আগে পাড়ায় সমাধান নিয়ে গান লিখে রাজ্যে প্রশংসিত হয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। এবার তিনি লিখেছেন পালাগান। বহুরূপীর সাজে সেই গান গেয়ে এদিন রাতে এলাকার মানুষের মন জয় করে নেন জয়পুর প্রাথমিক স্কুলের শিক্ষক নীলাদ্রি সরকার। তিনি একজন নাট্যশিল্পী। এদিন পালাটিয়া গানের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার করতে গিয়ে মানুষের যেভাবে সাড়া পেয়েছেন, তাতে অভিভূত তিনি। 

    পাড়ায় সমাধান শিবির রাতে কেন? বিডিও বলেন, সারাদিন গ্রামের মানুষ নানা কাজে ব্যস্ত থাকেন। সন্ধ্যার পর তাঁরা কাজ থেকে বাড়ি ফিরে হালকা মেজাজে থাকেন। ফলে রাতে যদি পাড়ায় সমাধান শিবির করা যায়, তাতে মানুষের অংশগ্রহণ বেশি হবে। এই ভাবনা থেকেই রাতে পাড়ায় সমাধানের ক্যাম্প করার সিদ্ধান্ত। এবং তা সফল হয়েছে। 

    জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন বলেন, খুবই অভিনব উদ্যোগ। পালাটিয়া গান এখন হারিয়ে যাচ্ছে। সেই গানের মাধ্যমে বহুরূপী সরকারি প্রকল্পের প্রচার করলেন। পাড়ায় সমাধানের উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরলেন। সত্যিই অসাধারণ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে এদিনের শিবির। 

    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)