তালডাংরায় মোরাম কেটে ‘পাচার’, অভিযানে ট্রাক্টর ও জেসিবি আটক
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা ব্লক ভূমি দপ্তরের তরফে শনিবার ফের অভিযান চালিয়ে তিনটি মোরাম বোঝাই ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন আটক করা হয়। এদিন তালডাংরা থানার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকায় মোরাম কেটে পাচার করা হচ্ছে বলে ভূমি দপ্তর জানতে পারে। সেইমতো পুলিসকে নিয়ে এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকা থেকে প্রথমে দু’টি মোরাম ভর্তি ট্রাক্টর ও জেসিবি মেশিন বাজেয়াপ্ত করা হয়। পরে লাগোয়া ভেদুয়ার মোড়ে তৃতীয় মোরাম ভর্তি ট্রাক্টরটি আটক করা হয়।
তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের কথায়, আমাদের ব্লক এলাকায় বেআইনি বালি ও মোরাম পাচারের ঘটনা ঘটছে। বালি পাচার রাতে হয়। ফলে আমরা ব্যবস্থা নিতে পারছি না। তবে জরিমানা আদায়ের ব্যাপারে আমাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ রয়েছে। সেই কারণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। খাদান থেকে মোরাম উত্তোলনের কোনও অনুমতি দেওয়া হয়নি। বিনা চালানে এভাবে মোরাম পাচার হচ্ছিল। ফলে আমরা তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করে পুলিসের হাতে তুলে দিয়েছি। আপাতত সেগুলি তালডাংরা থানার হেফাজতে রয়েছে। এদিন ট্রাক্টর বা জেসিবির চালক বা কোনও শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা সবকিছু ফেলে পালায় বলে আমাদের অনুমান।
প্রসঙ্গত, দু’দিন আগেই তালডাংরা ব্লকের ভীমারডাঙা থেকে দু’টি মোরাম ভর্তি ট্রাক্টর ভূমি দপ্তর বাজেয়াপ্ত করে। এরপর ফের এদিনের অভিযানে ট্রাক্টর ও জেসিবি মেশিন আটক হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মোরামের পাশাপাশি জয়পাণ্ডা নদী থেকে বালি পাচারের অভিযোগও দীর্ঘদিন ধরেই আসছে। এদিন ভূমি দপ্তরের আধিকারিকরাও তা স্বীকার করে নেন। তবে ইন্দপুর থানার পুলিস বালি ভর্তি ট্রাক্টর আটক করলেও তালডাংরায় তা হয়নি। তালডাংরা থানার পুলিসের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে তালডাংরা থানার এক আধিকারিক জানিয়েছেন। ওই পুলিস আধিকারিক বলেন, বালি বা মোরাম পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভূমি দপ্তরকে আমরা বাহিনী পাঠিয়ে সাহায্য করি। আগামী দিনেও তা করা হবে। তালডাংরায় ইন্দকাটায়মোরাম চুরির অভিযোগে আটক ট্রাক্টর।- নিজস্ব চিত্র