নিতুড়িয়ার শহিদ স্মরণের সভায় কেন্দ্র ও রাজ্যকে বিঁধলেন বাম নেত্রী মীনাক্ষী
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার নিতুড়িয়ার চেকপোস্টে শহিদ স্মরণ সভা করে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখেন। সভায় পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সহ দলের নেতারা। এদিন সভা থেকে মীনাক্ষী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
জানা গিয়েছে, ১৯৮৯সালে ৩০আগস্ট তৎকালীন কেন্দ্রীয় সরকারের বোফর্স কেলেঙ্কারির প্রতিবাদে দেশজুড়ে শান্তিপূর্ণ ভারত বন্ধ চলছিল। ওইদিন নিতুড়িয়ার ঝাড়খণ্ড সীমানা(তৎকালীন বিহার) চেকপোস্ট এলাকায় বন্ধ ডাকা হয়। বন্ধ সফল করতে গিয়ে বিহার পুলিস এবং ঝাড়খণ্ডীদের গুলিতে সিপিএমের চারজন শহিদ হন। তাঁদের স্মরণ সভা করা হয়। এদিন মীনাক্ষী বলেন, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার একে অপরের হাত মিলিয়ে কাজ করে চলেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষামন্ত্রী জেলে। বিধায়ক প্রাচীর ডিঙিয়ে পালাচ্ছে। এটা রাজ্যের কাছে লজ্জার বিষয়। এখন চায়ের ঠেক থেকে শুরু করে যে কোনও আড্ডায় বসলেই শোনা যায় সিপিএমের রাজত্বকালই ভালো ছিল। তাই সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছেন রাজ্যের উন্নয়নে লাল প্রয়োজন। আবার লাল ফিরছে। তিনি কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন। নিজস্ব চিত্র