• মেদিনীপুরে জলে ডুবে শিশুর মৃত্য, আটক বাবা ও ঠাকুমা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার দুপুরে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় পারিবারিক অশান্তির সময় পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। পারিবারিক অশান্তি চলাকালীন পুকুরে ডুবে মৃত্যু হয় ওই শিশুর। জানা গিয়েছে, মৃত শিশুর নাম সোমু গাঁতাইত(৪)। এই ঘটনায় মৃত শিশুর বাবা ও ঠাকুমাকে আটক করেছে পুলিস। জানা গিয়েছে, নিরূপ ও রুবি গাঁতাইতের বড় ছেলে সোমু। রুবিদেবীর অভিযোগ, স্বামী প্রায়ই তাঁকে মারধর করে। শনিবার দুপুরে স্বামীর পরকীয়া নিয়ে তুমুল অশান্তি চলছিল। সেই সময় সোমু সকলের নজর এড়িয়ে পুকুর ধারে চলে যায়। এরপর কোনওভাবে সে পুকুরের জলে পড়ে যায়। অশান্তি থেমে গেলে পরিবারের সদস্যরা সোমুর খোঁজ করে। পরে পুকুর থেকে সোমুর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস। জিজ্ঞাসাবাদের পর পুলিস মৃত শিশুর বাবা ও ঠাকুমাকে আটক করেছে। স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। 
  • Link to this news (বর্তমান)