• সমারোহে পালিত প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা দিবস
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ১১ তম এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের সদস্যদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় প্রমুখ। সংগঠনের সদস্যদের কথায়, এদিন বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে বহু মানুষ ভিড় করে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বিধায়ক সুজয়বাবু বলেন, এই সংগঠনের উদ্যোগে নানা সমাজ কল্যাণমূলক কাজ হয়। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সংগঠনের সদস্যদের পাশে সর্বদা থাকব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনেকটাই এগিয়ে রয়েছে মেদিনীপুরের পূর্তদপ্তর। দপ্তরের তৎপরতায় জেলায় একাধিক প্রকল্প রূপায়িত হয়েছে। এই কাজের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হচ্ছে। তবে কাজের ফাঁকে সমাজ কল্যাণমূলক কর্মসূচি পালনের জন্যই এই সংগঠনটি তৈরি হয়। সংগঠনের সদস্যরা নিয়মিত দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ায়। এছাড়া তাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।  

    এক সদস্যের কথায়, জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষের কাছে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হয়। করোনা পরিস্থিতির সময়েও বিভিন্নভাবে সাধারণ মানুষকে এই সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, সংগঠনের সদস্যরা সর্বদা সক্রিয় থাকেন। খুব ভালো উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হব।  অ্যাসোসিয়েশনের সদস্য অরূপকুমার ঘোড়ুই বলেন, মানুষের পাশে থাকাই প্রধান কর্তব্য। আগামী দিনেও নানা সমাজকল্যাণমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)