নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১ ফেব্রুয়ারির পর ৩০আগস্ট। পরপর দু’বার ভোটের আগের দিন নন্দকুমার ব্লকের সাওড়াবেড়্যা জালপাই উত্তরপল্লি সমবায় সমিতির ভোট পিছিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর। গত ২ফেব্রুয়ারি ওই সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, সরস্বতী পুজোর অজুহাতে ভোটগ্রহণের একদিন আগে ১ফেব্রুয়ারি স্থগিত করে দেওয়া হয়। তারপর ঠিক হয়, ৩১আগস্ট ভোট হবে। সেইমতো সবরকম প্রস্তুতি ছিল। শনিবার সমবায় দপ্তরের তরফে সমিতির অফিসে একটি নোটিস ঝোলানো হয়। তাতে বলা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং খারাপ আবহাওয়ার কারণে ৩১তারিখ ভোট হবে না। ওই খবর জানাজানি হতেই স্থানীয় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা মতিলালচকে সমবায় সমিতির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এনিয়ে নন্দকুমারের কো-অপারেটিভ ইন্সপেক্টর রেমো সিংহরায় বলেন, উপরমহলের অর্ডারে বারবার ভোট পিছচ্ছে। এতে আমার করার কিছু নেই। আমি শুধু নোটিস সাঁটাচ্ছি মাত্র। সাওড়াবেড়্যা জালপাই-১ পঞ্চায়েতের অধীন ওই সমবায়ে মোট ৫০টি আসন। তৃণমূল ও বিজেপি দুই দল সেখানে প্রার্থী দিয়েছে। বারবার আগেরদিন ভোট পিছিয়ে দেওয়ার ঘটনায় সদস্যরাও বিরক্ত। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা মণ্ডল কমিটির সহ সম্পাদক চন্দন বর্মন বলেন, শাসকদল এখানে দুর্বল। সমবায় ভোটে তৃণমূলের পরাজয় নিশ্চিত। শাসকদলকে হারের হাত থেকে বাঁচাতে প্রশাসন এসব করছে। এর প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি। তৃণমূল কংগ্রেসের সাওড়াবেড়্যা-জালপাই-১ অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ মাইতি বলেন, কেন বারবার ভোট পিছচ্ছে সেটা প্রশাসন ও সমবায় দপ্তর জানে। আমরা ভোটের জন্য প্রস্তুত। বিজেপির সঙ্গে এখানে প্রতি ইঞ্চিতে লড়াই করতে প্রস্তুত কর্মী-সমর্থকরা।