নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: আমাদের লোকেরা বাইরে গেলে তাঁদের মারধর করা হচ্ছে। এটা আমাদের সকলের লড়াই। শনিবার কালীগঞ্জ ব্লকের পলাশী-২ পঞ্চায়েতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে এসে এমনটাই বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, আমাদের রাজ্যে কারও গায়ে হাত তোলা হয় না। সে যে কোনও ধর্ম বা বর্ণের হোক না কেন। ভারতবর্ষে আমাদের ভাষায় জাতীয় সঙ্গীত, রাষ্ট্র সঙ্গীত গাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের একজন মাতব্বর বলে দিলেন বাংলা বলে কোনও ভাষা নেই। এদিন এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র সহ বিধায়করা উপস্থিত ছিলেন। এদিন শিবিরের জন্য পলাশীর স্টেডিয়াম সাজিয়ে তোলা হয়। সেখানে সংশ্লিষ্ট বুথের বাসিন্দারা যোগদান করেন। পাশাপাশি এদিন নাকাশিপাড়া বিধানসভার মুড়াগাছা হাইস্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ক্লাস চলাকালীন মাইক বাজানোয় বিতর্ক হয়। শনিবার স্কুলের ভিতরেই বসে শিবির। সেখানেও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। - নিজস্ব চিত্র