নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে পাঁচবছর আগে কুপিয়ে খুনের ঘটনায় সাদ্দাম শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল। মুর্শিদাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন(ইসি) কোর্টের বিচারক শনিবার দুপুরে রায়দান করেন। পুলিস জানিয়েছে, ২০২০সালের ১০অক্টোবর বহরমপুর থানার পর্বতপুর মোড়ে একটি দোকানে আকবর শেখ নামে এক ব্যক্তি আইপিএল দেখছিলেন। সেসময় হঠাৎ সাদ্দাম তাঁর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আকবরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, পুরনো শত্রুতার জেরে এঘটনা ঘটেছিল। ঘটনার তিনমাস পর বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। অবশেষে তাকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হল।
সরকারি আইনজীবী ইনামুল কবির বলেন, আদালত সমস্ত তথ্যপ্রমাণ যাচাই করে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাস কারাদণ্ড হবে।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, সাদ্দামের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে সে প্রায় পাঁচবছর জেল খাটে। তার ধারণা হয়েছিল, আকবর পুলিসে খবর দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে। ছাড়া পাওয়ার পর সেই আক্রোশেই আকবরকে খুন করে পালিয়ে যায়। আকবরও একাধিক অভিযোগে জেল খেটেছে। খুন হওয়ার তিনদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছিল।