নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভা এলাকার রাস্তাগুলির বেহাল দশা। কেএমডিএ তার মধ্যে ৩৩ নম্বর ওয়ার্ডে চার কোটি টাকায় রাস্তা তৈরি করেছে। আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি থেকে শনিবার রাস্তাগুলির উদ্বোধন করলেন বিধায়ক নির্মল ঘোষ। তবে সেই উদ্বোধনী অনুষ্ঠানেও পিছু ছাড়ল না রাজনীতি। পুরসভার তত্ত্বাবধানে হওয়া রাস্তার উদ্বোধনে গরগাজির ছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে। একে বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রচার শুরু করেছে।
গত বছর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটি পুরসভায় এসে বৈঠক করার পর কেএমডিএ প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। যার মধ্যে ছিল ৩৩ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩৩ নম্বর ওয়ার্ডের সব রাস্তার সংস্কারের জন্য ৩ কোটি ৯০ লক্ষ টাকা কেএমডিএ বরাদ্দ করেছিল। রাস্তার স্থায়িত্ব বৃদ্ধির জন্য পেভার ব্লক বসিয়ে রাস্তা করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে রাস্তাগুলির উদ্বোধনে বিধায়ক হাজির থাকলেও চেয়ারম্যান ছিলেন না। এনিয়ে পানিহাটিতে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। এসম্পর্কে চেয়ারম্যান সোমনাথ দে কোনও মন্তব্য করতে রাজি না হলেও কাউন্সিলার প্রদীপ বড়ুয়া জানিয়েছেন, চেয়ারম্যান বিশেষ কাজে বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। সিপিএম নেতা শুভব্রত চক্রবর্তী বলেন, পানিহাটিতে এখন তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। ফলে পুরসভার উদ্যোগ তাঁদের কাছে কোনও বিষয় নয়। বিজেপি নেতা জয় সাহা বলেন, পানিহাটিতে আবারও স্পষ্ট হল তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল।