• বালি পুরসভার নয়া মুখ্য প্রশাসক বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শনিবার বালি পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব নিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। এতদিন বালি পুরসভার মুখ্য প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন হাওড়ার এসডিও (সদর) অমৃতা বর্মন রায়। রাজ্যপালের অনুমতিক্রমে শুক্রবার নতুন প্রশাসক নিয়োগের নির্দেশিকা জারি করেছিল দপ্তর। প্রথম দিন দায়িত্ব গ্রহণের পরই পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন নতুন প্রশাসক। শহরের জঞ্জাল সমস্যা, রাস্তাঘাট মেরামতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। 

    নতুন দায়িত্ব প্রসঙ্গে ডাঃ রানা চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। বিধায়কের পাশাপাশি এই নতুন দায়িত্ব জনপরিষেবায় আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করবে। এদিকে, বালি পুরসভা এলাকার কমবেশি প্রতিটি ওয়ার্ডেই ভ্যাটগুলি নিয়মিত পরিষ্কার হয় না বলে দীর্ঘদিনের অভিযোগ শহরবাসীর। ফলে প্রতি বর্ষায় জমা জলের যন্ত্রণা কয়েকগুণ বৃদ্ধি পায়। চলতি বর্ষাতেই বেলুড় স্টেশন রোড, খামারপাড়া এলাকায় নিকাশিতে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুরসভাকে। লিলুয়ার বেশ কিছু জায়গায় জমা জলের ভোগান্তি এখনও কমেনি।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাঠকঘাটে মহাশ্মশানের দ্বিতীয় চুল্লির কাজ, শহরের কয়েকটি এলাকায় পানীয় জল সরবরাহের কাজ আরও দ্রুত করার সিদ্ধান্ত হয়েছে। ২০১৫ সালে হাওড়া কর্পোরেশনের উপনির্বাচন হিসেবে শেষবার বালি পুরসভার নির্বাচন হয়। হাওড়া কর্পোরেশনের পাশাপাশি পরবর্তীতে বালিতেও নির্বাচিত পুর প্রতিনিধিদের মেয়াদ ফুরিয়ে যায়। এরপরেই হাওড়া সদরের এসডিওকে মুখ্য প্রশাসকের পদে বসানো হয়েছিল। পুর ও নগরোনয়ন দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বালির বিধায়ক মুখ্য প্রশাসকের ভূমিকা সামলাবেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)