বারাসতের তেল কারখানার নথিতে ‘গরমিল’! দ্রুত আপডেটের নির্দেশ
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বারাসতের কদম্বগাছির তেল কারখানার সমস্ত নথি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তাতে বেশ কিছু নথির ‘গরমিল’ ধরা পড়ে। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস, বারাসতের এসডিও সোমা দাস প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিদর্শনের মূল লক্ষ্য ছিল কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা, পরিবেশ দূষণ রোধের পদ্ধতি ও প্রয়োজনীয় লাইসেন্স ও নথি খতিয়ে দেখা। এদিন বেশ কিছু নথিতে গাফিলতি নজরে পড়ে। আগামী ৩ মাসের মধ্যে সমস্ত নথি ‘আপডেট’ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার তরফেও দ্রুত সমস্ত নথি আপডেট করার আশ্বাস দেওয়া হয়েছে।
বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে বামুনমোড়া এলাকায় ২১ জুন একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। তখন কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুরু হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা। তার জেরেই ধরা পড়ে নথির এই গরমিল।