• খুনের চেষ্টা ও অস্ত্র আইনে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা হয়েছে। এমন অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতরা হল, বিজয়প্রসাদ ধানুক (৩৫), সন্তোষকুমার রাজভর (৩৬) এবং দিব্যেন্দু সামন্ত (৪৩)। তবে এই হামলা কাণ্ডে প্রধান অভিযুক্ত রাকেশ সিংকে এখনও গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিস।

    এই হামলার প্রতিবাদে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে শনিবার বিকেলে বিধান ভবনের সামনে থেকে একটি মিছিল কলেজ স্ট্রিট পর্যন্ত যায়। মিছিলের একাংশ জোর করে মুরলী ধর সেন লেনে বিজেপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারকে কটূক্তি করার অভিযোগে শুক্রবার দুপুরে এন্টালিতে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে রাকেশ সিংয়ের নেতৃত্বে হামলা চালান একদল বিজেপি কর্মী, সমর্থক। প্রদেশ কংগ্রেস দপ্তরে ওই হামলার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর পাশাপাশি যথেচ্ছ ভাঙচুর করা হয়। এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ স্থানীয় এন্টালি থানায় রাকেশ সিং ও দলবলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। 

    তার ভিত্তিতে এন্টালি থানার পুলিস রাকেশ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে জামিন অযোগ্য বেআইনি অনুপ্রবেশ, খুনের চেষ্টা, কংগ্রেস কর্মীদের গুরুতরভাবে আঘাত করা, মহিলাকর্মীদের শ্লীলতাহানি, অগ্নি সংযোগ ও ভাঙচুরের পাশাপাশি অস্ত্র আইনে মামলা দায়ের করে। 

    কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, এই হামলার পর থেকে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিং পলাতক। রাকেশকে হন্যে হয়ে খুঁজছে লালবাজার। খোদ কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা রাকেশ সিংকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

    রাকেশের খোঁজে একাধিক জায়গায় হানা দিলেও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে, ধৃত তিনজনকে শনিবার দুপুরে শিয়ালদহ এসিজেএম আদালতে হাজির করানো হলে আদালত তাঁদের ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। 
  • Link to this news (বর্তমান)