• মেডিক্যালে চিকিৎসা আগরতলার মহিলার, ইউটেরাস থেকে বার হল ১০ কেজির টিউমার!
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ভিন দেশ ও রাজ্যের মানুষের ভরসার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে। সম্প্রতি এখানে চিকিৎসা হয়েছে জাপান, সিয়েরা লিওন, ফিলিপিন্সের রোগীদের। বাংলাদেশের রোগীরা দীর্ঘদিন ধরেই এখানে আসছেন। এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরার এক মহিলার চিকিৎসা হল এখানে। তাঁকে নতুন জীবন দিল মেডিক্যাল। সমর্পিতা দাস (নাম পরিবর্তিত) (৩৩) নামে আগরতলার ওই মহিলার পেট থেকে কেটে বের করা হল ১০ কেজির টিউমার। 

    অবিবাহিত সমর্পিতাদেবী মে মাসে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। তাঁকে সাহায্য করেছিলেন মেডিক্যালেরই প্রাক্তন এক কর্মী। তিনি সমর্পিতার আত্মীয়। মহিলার অনবরত পেট ব্যথা হচ্ছিল। হজমের সমস্যা দেখা দিয়েছিল। এছাড়াও ছিল একাধিক উপসর্গ। মেডিক্যালে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, সমর্পিতার ইউটেরাসে বিশাল আকারের টিউমার গজিয়েছে। আকৃতিতে সেটি এতটাই বড় যে, প্রায় পুরো পেট দখল করে নিয়েছে। সে কারণে  অবিশ্বাস্য ফুলে রয়েছে পেট। একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, অস্ত্রোপচার (মায়োমেকটমি) করে টিউমার বের করতে হবে। এছাড়া অন্য উপায় নেই। কিন্তু এ কাজে বিপদ এবং ঝুঁকি আছে। এরপর দশদিন আগে মেডিক্যালের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ পার্থসারথী মিত্রের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম অপারেশন করে। তা সফল হয়। ১০ কেজি আকারের টিউমারটি বের করে আনেন চিকিৎসকরা। ডাঃ মিত্র বলেন, ‘রীতিমতো চ্যালেঞ্জিং অপারেশন। কারণ জন্মগতভাবে মহিলা প্লেটলেটের অসুখে ভুগছেন। প্লেটলেট কাউন্ট থাকে গড়পড়তা ৫০-৬০ হাজার।’ 

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সমর্পিতার ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ ছিল টিউমার বের করার সময় জরায়ু ও সহকারী প্রজনন অঙ্গগুলির ক্ষতি আটকানো। কারণ সমর্পিতা অবিবাহিতা। দ্বিতীয় চ্যালেঞ্জ, প্লেটলেটের অসুখ থাকায় রক্তক্ষরণ মারাত্মক আকার নেওয়ার সম্ভাবনা। তা হলে অপারেশন চলাকালীন জীবনমরণ সমস্যা দেখা দিতে পারত। তৃতীয় চ্যালেঞ্জ, এত বড় আকারের জরায়ুর টিউমার খুব কম দেখা যায়। টিউমার সহ জরায়ু বের না করে, ইউটেরাস অক্ষত রেখে, শুধু টিউমার পেট থেকে বের করে আনতে অসম্ভব সার্জিক্যাল দক্ষতার প্রয়োজন। তবে এত বাধাবিপত্তি সত্ত্বেও সব কাজ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সফল হয়েছে সমর্পিতাদেবীর অপারেশন। 
  • Link to this news (বর্তমান)