ম্যুর অ্যাভিনিউতে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে বিকট শব্দ। ম্যুর অ্যাভিনিউতে একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। পাশের বাড়িতে গিয়ে পড়েন তিনি। সেখান থেকেই দেহ উদ্ধার করে পুলিস। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধের নাম মোহন ভগত (৭৫)। ১৭/২ ম্যুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ছিলেন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে রিজেন্ট পার্ক থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, উপর থেকে পড়ে যাওয়ার জন্যই তাঁর মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা না দুর্ঘটনা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি ছাতা উদ্ধার হয়েছে। সেটি মোহনবাবুর বলেই চিহ্নিত করেছেন পরিবারের সদস্যরা। তাই পুলিসের অনুমান, এটি আত্মহত্যা নয়। তদন্তকারীরা মনে করছেন, এদিন সকালে বৃষ্টির মধ্যেই হয়তো ছাতা নিয়ে ছাদে গিয়েছিলেন বৃদ্ধ। সেখান থেকেই কোনওভাবে পড়ে গিয়েছেন। তবে সবদিক খোলা রেখেই তদন্ত চলছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে এনিয়ে পরিবারের তরফে কোনও অভিযোগপত্র জমা পড়েনি থানায়।
অন্যদিকে, নিউ আলিপুর থানা এলাকায় ‘ও’ ব্লকের একটি পাঁচতলা বাড়ি থেকে এক প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম মিতা বনসল (৫৬)। পুলিস সূত্রে খবর, এদিন সকালে চারতলার ঘর থেকে তীব্র দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাই থানায় খবর দেন। সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ঘর থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে পুলিস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউ আলিপুর থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে লালবাজার। এদিকে পুলিস জেনেছে, মৃতার পরিবারের সদস্যরা প্রত্যেকেই বিদেশে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।