জুয়েলারি কারখানা থেকে ১.৮৫ কোটির গয়না চুরি, ধৃত নিরাপত্তারক্ষী
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে কোটি টাকার হীরে চুরির কিনারা করল গিরিশ পার্ক থানার পুলিস। এক নামী জুয়েলারি সংস্থার রবীন্দ্র সরণির কারখানা থেকে সোনা ও হীরে মিলিয়ে ১.৮৫ কোটি টাকার গয়না চুরির অভিযোগে সংস্থার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল গিরিশ পার্ক থানার পুলিস। ধৃতের নাম সুমিতকুমার মহাজন (৩২)। গিরিশ পার্ক থানার টিম বারাসতের টাকী রোডে রামকৃষ্ণপল্লির শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পলাতক সুমিতকে।
২৬ আগস্ট ওই নামী জুয়েলারি সংস্থার পক্ষে প্রবীণ লোহিয়া স্থানীয় গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগে জানান, টিটাগড়ের বাসিন্দা সংস্থার নিরপত্তারক্ষী সুমিত মহাজন ৩০০ গ্রাম ওজনের ৫৪টি পেনডেন্ট ও হীরে চুরি করে পালিয়ে গিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতি একাধিক টিম গঠন করেন। মূলত সোর্স এবং ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে বারাসত, শ্রীরামপুর, কোন্নগর হানা দেয় গিরিশ পার্ক থানার টিমগুলি। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, শুক্রবার মাঝরাতে গিরিশ পার্ক থানার একটি টিম বারাসতে এবং অন্য একটি টিম শ্রীরামপুরে হানা দেয়। বারাসতের টাকী রোডে রামকৃষ্ণপল্লির শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পলাতক সুমিতকে। এরপর শুক্রবার সকালে সুমিতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। এই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে খোয়া যাওয়া ৫৪টি পেনডেন্ট উদ্ধার করেছে পুলিস। প্রাথমিক তদন্ত শেষে পুলিস জানিয়েছে, জুয়েলারি সংস্থার কারখানার কর্মীরা বাথরুমে গেলে সুযোগ বুঝে হীরে ও সোনার গয়না চুরি করেছিলেন সংস্থার রক্ষী। এদিকে, ধৃত সুমিত মহাজনকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।