• Live: পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধার ভিত্তিতে চিনের সঙ্গে ম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মোদীর
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, কৈলাস মান সরোবর যাত্রা ফের চালু করা হয়েছে। ভারত এবং চিনের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করা হয়েছে। ভারত এবং চিনের সম্পর্কের উপরে দুই দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ জড়িত। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি মোদীর।

    শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। চিনের তিয়ানজ়িনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকা যখন ভারতের উপরে শুল্কের বিপুল বোঝা চাপিয়েছে, সেই সময়ে চিনের সঙ্গে ভারতের এই দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    ডান দিকের ইঞ্জিনে সমস্যা। ৩১ অগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার উড়ান টেক অফের পর তড়িঘড়ি ফিরল দিল্লিতেই। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ওই ফ্লাইটে কী সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হয়েছে।

    ভুবনেশ্বর এবং ওডিশার দুটি জায়গায় ইডি তল্লাশি। ১৩৯৬ কোটি টাকা ব্যাঙ্ক লোন প্রতারণা মামলার সঙ্গে এই তল্লাশি সম্পর্কযুক্ত। আর সেই তল্লাশিতে বাজেয়াপ্ত ১০টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে মার্সিডিজ-সহ একাধিক নামী সংস্থার গাড়ি।

    বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি ব্রিজর সংস্কারের কাজ চলবে রবিবার। সে জন্য এ দিন ভোর থেকে বন্ধ থাকবে এই সেতু।  রবিবার ভোর থেকে রাত ৯টা সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প কোন রুট ব্যবহার করবেন? দেখে নিন

    দক্ষিণবঙ্গে আজ আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর (রবি ও সোমবার) চিনের তিয়ানজ়িনে এসসিও সামিটে যোগ দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

  • Link to this news (এই সময়)