• ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন-আতঙ্ক, ইমার্জেন্সি অবতরণ দিল্লিতে
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক। রবিবার সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ওই ফ্লাইট ফেরানো হলো দিল্লিতে। ফ্লাইট টেক-অফের কিছু পরেই পাইলট ফায়ার ইন্ডিকেশন পান। বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান তিনি। এর পরেই তড়িঘড়ি AI2913 নম্বরের ফ্লাইট দিল্লিতে ফেরানো হয়। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, প্রত্যেক যাত্রীকে নিরাপদে অবতরণ করানো হয়েছে এবং তাঁদের জন্য বিকল্প ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে।

    এয়ার ইন্ডিয়া তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩১শে অগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী ফ্লাইট AI2913 টেক-অফের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। কারণ ককপিট ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুনের ইঙ্গিত পেয়েছিলেন।’

    এই সতর্কবার্তা পাওয়ার পরেই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রোটোকল মেনে ক্রু সদস্যরা পদক্ষেপ করেন। ককপিট ক্রু ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় বিমান। বিমানের দু’টি ইঞ্জিনের একটি বিকল হলেও আরেকটির সাহায্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো যায়। তবে কোনও ভাবে দ্বিতীয়টিতে কোনও সমস্যা হলে, সেক্ষেত্রে বড়সড় বিপদের আশঙ্কা থেকে যেত।

  • Link to this news (এই সময়)