• মহাজোট জিতলে তিনিই মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধীর সামনেই একতরফা ঘোষণা তেজস্বীর!
    আজকাল | ৩১ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভোটার অধিকার যাত্রা' শেষে নাটকীয় মোড়। মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তিনিই, রাহুলের উপস্থিতিতে রবিবার এই ঘোষণা করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। 

    বিহারে বিধানসবা ভোট চলতি বছরের শেষ। কংগ্রেসের সঙ্গে সেখানে আরজেডি গাঁঠছড়া বেঁধেছে। কিন্তু মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? এতদিন এই নিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব। এ দিন অবশ্য তাঁর সামনেই একতরফাভাবেই তেজস্বী নিজেকে মহোজেটের মুখ হিসাবে তুলে ধরলেন।

    আরায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেন। তাঁকে "নকল মুখ্যমন্ত্রী" বলে অভিহিত করেন। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, নীতিশ কেবল তাঁর নীতিগুলি অনুকরণ করছেন এবং ঘোষণা করছেন। জনতার উচ্চস্বরে হর্ষধ্বনিতে আরজেডি নেতা বলেন,  "তেজস্বী এগিয়ে যাচ্ছেন। সরকার পিছনে পিছনে যাচ্ছে।"

    এরপর তেজস্বী জনতাকে জিজ্ঞাসা করেন যে, তারা কি "আসল মুখ্যমন্ত্রী" চান নাকি "নকল মুখ্যমন্ত্রী" চান। তখন রাহুল গান্ধী তেজস্বীর দিকে তাকিয়ে, ঠিক সেই সময়টিকেই বেছে নেন তেজস্বী। তিনি নিজেকে জোটের "আসল মুখ্যমন্ত্রী" প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন।

    জোটের নেতৃত্বের প্রশ্নে নিজের অবদানের কথা তুলে ধরে তেজস্বী ইঙ্গিতে বুঝিয়ে দেন, কংগ্রেস একটি জাতীয় দল হলেও, বিহারে আরজেডি-ই বড় ভাই।

    কংগ্রেস কেন তেজস্বীকে সমর্থনে দ্বিধাগ্রস্ত?মুখ্যমন্ত্রী মুখের ক্ষেত্রে রাহুল এবং কংগ্রেসের নীরবতা রহস্যজনক। ভোটার অধিকার যাত্রার সময় জনসমক্ষে রাহুল এবং তেজস্বীর মধ্যে বন্ধুত্ব থাকা সত্ত্বেও এই পরিস্থিতি হয়েছে। 

    সূত্রগুলি পূর্বে ইন্ডিয়া টুডেকে জানিয়েছিল যে, তেজস্বীকে সমর্থন করতে কংগ্রেসের দ্বিধা সম্ভবত আসন ভাগাভাগি আলোচনার সঙ্গে সম্পর্কিত ছিল। আসন ভাগাভাগিতে আরজেডি-র থেকে কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পাওয়ার বিষয়ে কংগ্রেস সতর্ক।

    বিহারে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে রাহুলের প্রতিক্রিয়া?২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, কংগ্রেস ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু মাত্র ১৯টি জিতেছিল। খারাপ ফলাফলের ফলে মহাজোটের সামগ্রিক সংখ্যায় প্রভাব পড়ে, যদিও আরজেডি ৭৫টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

    সূত্রের খবর, এবারও কংগ্রেস একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
  • Link to this news (আজকাল)