• আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, বাস্তবে তাই হল, এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ১...
    আজকাল | ৩১ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটাই সত্যি হল। এজেন্সির নাম করে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শেষপর্যন্ত বর্ধমান শহর থেকে গ্রেপ্তার করা হল তাকে। 

    তৃণমূলের জেলা সভাপতির অভিযোগ বিজেপি ভিনরাজ্যের এজেন্সির মাধ্যমে এন আর সি -র নাম করে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ করাচ্ছে। এস আই আর- এ ভোটারদেরদের নাম বাদ দিতে সহজ হবে বলে এই কাজ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন শহর ও গ্রামে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 

    জেলা প্রশাসনের বক্তব্য, ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য কোনও সরকারি প্রতিনিধি দল জেলায় পাঠানো হয়নি। এক স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল-সহ বর্ধমান শহরের নীলপুর এলাকা থেকে হিমাদ্রি ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে শনিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। 

    অভিযোগ কখনও জাতীয় নির্বাচন কমিশন, আবার কখনও এন আর সি-র নাম করে কাটোয়া বিধানসভা এলাকার শহর-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের থেকে বেশ কয়েকজন যুবক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল। এর জন্য শহর ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের কখনও সরকারি প্রতিনিধি আবার কখনও সরকার নির্দিষ্ট করা এজেন্সির লোক বলে পরিচয় দিচ্ছিল। 

    বিষয়টি নিয়ে এতদিন কোনও লিখিত অভিযোগ পায়নি পুলিশ। কিন্তু এবার এক বাসিন্দা এই বিষয়ে এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দেরি করেনি পুলিশ। কাটোয়া থানার পুলিশকমীরা বর্ধমান শহর থেকে শুক্রবার গভীর রাতে হিমাদ্রি ঘোষ নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করল।

    কাটোয়া থানার পুলিশের একটি সূত্র জানায়, তাদের প্রাথমিক অনুমান এই দলে অন্ততপক্ষে ৬০-৬৫ জন যুক্ত আছে। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এরপর বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট-সহ বাড়ির দলিল দেখতে চাইছিল। সরকারি প্রতিনিধি মনে করে অধিকাংশ বাসিন্দাই তাদের চাওয়া বিভিন্ন নথি দেখাচ্ছিলেন। জানা গিয়েছে, এই যুবকদের যদি কোনও ব্যক্তি তাঁদের নথি দিতে বা দেখাতে অস্বীকার করছিল তবে তাঁদের উপর ভয় দেখিয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

    ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রতিনিধি দল কাদের হয়ে, কীজন্য কাজ করছে সেই তথ্য জানতে চাইছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
  • Link to this news (আজকাল)