ছুটির দিন শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা? একনজরে আজকের আবহাওয়া
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির সকালে শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও আংশিক ভাবে মেঘাচ্ছন্ন রয়েছে কিছু এলাকা। তবে সকাল ৯টা পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাতের খবর নেই। তবে বেলা বাড়লে বিক্ষিপ্ত ভাবে কলকাতার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।গতকাল কলকাতার বাতাসে আর্দ্রতার সর্বাধিক মাত্রা ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। শনিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে ৬.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।