• পুজোতেই মুক্তি পাচ্ছে ফেলুদা, সকলকে চমকে দিয়ে সুখবর দিলেন সৃজিত
    TV9 বাংলা | ৩১ আগস্ট ২০২৫
  • বরাবরই বাঙালির পাতে রহস্য রোম্যাঞ্চ মানেই বোনাস। বিশেষ করে তা যদি হয় গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি কিংবা শীতের ছুটিতে। তবে বেশ কিছুদিন হল পর্দায় ভাল ফেলুদা ব্যোমকেশের দেখা নেই। তবে দর্শকদের খুব বেশি অপেক্ষা করালেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার দিলেন সুখবর। পুজোতেই মুক্তি পাচ্ছে নয়া ফেলুদা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ফেলুদা সিরিজের নতুন ছবি—‘যত কান্ড কাঠমান্ডুতে’। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই সিরিজ এবার মুক্তি পেতে চলেছে আড্ডা টাইমস-এ। কলকাতার গণ্ডি পেরিয়ে এবার ফেলুদা, তোপসে ও জটায়ুর গন্তব্য নেপালের কাঠমান্ডু। সূত্রের খবর, এই সিরিজটি প্রায় ৬ বছর আগে তৈরি হয়ে গেলেও হলেও নানা আইনি ও প্রযোজনা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন দর্শকদের সামনে আনা যায়নি।

    প্রতিবারের মতো আবারও ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। তাঁর সঙ্গে থাকবেন অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে)। পাহাড়ঘেরা কাঠমান্ডুর রহস্যময় প্রেক্ষাপটে এবার ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা। সিরিজ মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক নিজেই। তারপর থেকেই দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে।

    সৃজিতের ফেলুদা যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ সিরিজ দিয়ে। এরপর ‘ভূস্বর্গ রহস্য’, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ও ‘ছিন্নমস্তার অভিশাপ’ দর্শকদের মন জয় করে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘যত কান্ড কাঠমান্ডুতে’। পুজোর আগে মুক্তি পাওয়ায় এই সিরিজ ঘিরে ফেলুদা-ভক্তদের মধ্যে ফের ফিরে এসেছে এক অন্য রকম উত্তেজনা।
  • Link to this news (TV9 বাংলা)