• জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, ব্যাহত যান চলাচল
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  •  ১৯ নম্বর জাতীয় সড়কে উপর দাউ দাউ করে জ্বলছে একটি গাড়ি। রবিবার বেলা ১০টার দিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর মেনগেট ও কাদারোড অঞ্চলের মাঝে। দুর্ঘটনাটির জেরে দীর্ঘ সময় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নেভে আগুন। 

    জানা গিয়েছে, ওই অগ্নিদগ্ধ গাড়িটিতে যান্ত্রিক সমস্যা থাকায় তা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল। তা সারানোর পর টেস্ট রাইডের জন্য দুর্গাপুর থেকে আসানসোল লেনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই গাড়িটির সামনের দিকে আগুন ধরে যায়। তড়িঘড়ি গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক। ফলে কেউ ক্ষতিগ্রস্ত হননি। 

    জাতীয় সড়কের উপরে গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। আগুন নেভানোর পরে অগ্নিদগ্ধ গাড়িটি জাতীয় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে দমকলের দুর্গাপুর সিটি সেন্টার স্টেশনের আধিকারিক রাজীব ঘটক বলেন, ‘শটসার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ যান্ত্রিক সমস্যার কারণেই গাড়িটিতে আগুন ধরেছিল বলে প্রাথমিক অনুমান দমকলের। 

  • Link to this news (এই সময়)