• শিলিগুড়ি থেকে ডুয়ার্স জার্নি আরও সহজ! পুজোর আগেই খুলল গজলডোবার তিস্তা ব্যারাজ সেতু
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • চার মাস বন্ধ থাকার পরে রবিবার গজলডোবার তিস্তা ব্যারাজ সেতু যান চলাচলের জন্য ফের খুলে দেওয়া হলো। আশির দশকে তৈরি এই সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। সেতুটি খুলে দেওয়ায় শিলিগুড়ি থেকে ডুয়ার্স এবং ওই পথে যাতায়াতে অনেকটা সুবিধা হতে চলেছে। এই সিদ্ধান্তে পুজোর আগে ওই পথে যাওয়া পর্যটকদের স্বস্তি ফিরল।

    গত ২৭ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে তিস্তা ব্যারেজের সেতুটির সংস্কারের কাজ শুরু হয়েছিল। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এমনটাই। প্রাথমিক ভাবে ১৪০ দিনে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যদিও নির্ধারিত সময়ের আগেই সেই কাজ শেষ হয়েছে। ২০২৩ সালে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের সময়ে বিস্তর চাপ সহ্য করতে হয়েছিল এই ব্যারেজকে। এর পরেই তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    গত বছর থেকেই এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এ দিকে সেতুটি বন্ধ থাকায় বিস্তর ভোগান্তি পোহাতে হচ্ছিল পর্যটকদের। কারণ গজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার জন্য এই সেতুটি ছিল অন্যতম ভরসা। তা বন্ধ থাকায় ঘুরপথে যেতে হচ্ছিল পর্যটকদের। পুজোর আগে বা পুজোর সময়ে বহু পর্যটক পাহাড়ে যান। ফলে এই সেতুটি খোলার ফলে পর্যটকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

    এই সেতুটি দিয়ে যান চলাচল শুরু হওয়ার ফলে রাজগঞ্জ, মালবাজার এবং ক্রান্তি ব্লকের বিস্তীর্ণ অংশের মানুষের শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। রবিবার সেতুটির উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন মালবাজারের বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপরা।

    (রিপোর্টিং সব্যসাচী ঘোষ)

  • Link to this news (এই সময়)