আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও বাস্তবের প্রেমের কাহিনির সঙ্গে সিনেমার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিছু কাহিনি আবার হার মানিয়ে দেয় সিনেমাকেও। প্রেমের জন্য অনেকেই চরম পদক্ষেপ করেন। এমনকী নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হন না। প্রেমের জন্য আরও এক যুবককে চরম পদক্ষেপ করতে দেখা গেল।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, প্রেমিকার সঙ্গেই মান অভিমানের পালা চলছিল। রাগে, দুঃখে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দেন তিনি। কিন্তু কারণ কী? কেন প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল? জানা গেছে, তাঁর প্রেমিকার ফোনটি ব্যস্ত ছিল। একাধিকবার ফোন করেও প্রেমিকার সাড়া পাননি। সেই রাগের গোটা গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি!
ভিডিওতে দেখা গেছে, ইলেক্ট্রিক পোলে একা একটাই উঠে যান যুবক। হাতে ছিল তার কাটার মেশিন। ইলেক্ট্রিক পোলে উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছিলেন তিনি। এর জেরে গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। কোথাও বিদ্যুৎ পরিষেবা ছিল না কয়েক ঘণ্টা। এর আগেই প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল যুবকের। একাধিকবার প্রেমিকাকে ফোন করেছিলেন। কিন্তু তাঁর ফোন ছিল ব্যস্ত।
একাধিকবার ফোন করার পরেও প্রেমিকার সাড়া না পাওয়ায়, মাথা ঠান্ডা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার বদলে, হতাশায় গ্রামবাসীদের শাস্তি দিলেন তিনি। প্রেমিকার উপর রাগের চোটে গোটা গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দিলেন।
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। কিন্তু ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন দেখে। কেউ কেউ মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, 'আমি জীবনে অনেক প্রেমিককেই দেখেছি। কিন্তু প্রেমে অন্ধ, পাগল হয়ে এমন পাগলামি করতে আগে কখনও কাউকে দেখিনি।'
আরেকজন লিখেছেন, 'প্রেমে কষ্ট পেলে অনেকে নিজেকেই শাস্তি দেন। এই যুবককে দেখছি বাকিদের শাস্তি দিতে উঠেপড়ে লেগেছেন।' কেউ একজন লিখেছেন, 'প্রেমের আঘাতে কেউ কেউ শিরা কেটে শাস্তি দেন। এই যুবক গ্রামের বিদ্যুতের 'শিরা' কেটে সকলকে শাস্তি দিলেন।' আবার একজন লিখেছেন, 'মেয়েটির কারণে গোটা গ্রামের লোকেরা শাস্তি পেলেন। একজনের জন্য গোটা গ্রামেই বিদ্যুৎ নেই!' একজন লিখেছেন, 'আপনার বলিউডের সিনেমা না দেখাই উচিত!' মজার ছলে একজন লিখেছেন, 'এটাই বলে পাওয়ার অফ লাভ!' এক যুবক লিখেছেন, 'গ্রামবাসীরা কী করলেন, তা জানতে ইচ্ছে করছে। যুবককে তন্দুরি বানিয়ে দেয়নি তো?'
প্রসঙ্গত, অতীতেও এমন একটি ঘটনা ঘটেছিল বিহারে। ২০২২ সালে পুরনিয়া জেলার গণেশপুর গ্রামে এক যুবক প্রত্যেক সন্ধ্যায় গ্রামের বিদ্যুৎ পরিষেবাই বন্ধ করে দিতেন কয়েক ঘণ্টার জন্য। যাতে সেই অন্ধকারে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন। প্রত্যেক দিন টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবে থাকত গোটা গ্রাম। অথচ আশেপাশের সব গ্রামেই আলো জ্বলত। তদন্তে নেমে অবশেষে জানা যায়, প্রেমের টানেই ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিতেন ওই যুবক।