• আবহাওয়ার ভোলবদল, কিছুক্ষণেই ২ জেলায় প্রবল বৃষ্টি, ফের দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ...
    আজকাল | ৩১ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকালে রোদ ঝলমলে আকাশ। ছুটির দিনে বেলা গড়ালেই আবহাওয়ার ভোলবদল। একাধিক জেলায় রবিবার দুপুরে তুমুল বৃষ্টির দাপট শুরু হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় জারি হল সতর্কতাও। আজ দিনভর উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও প্রবল বৃষ্টি হতে পারে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১১টার পর বাংলার একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বেলা সাড়ে ১১টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে আবারও বৃষ্টির দাপট বাড়বে কলকাতায়। 

    এদিকে আগামী সপ্তাহে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। একটি নিম্নচাপ সরতে না সরতেই আরও একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির জেরে ভোগান্তি বাড়তে পারে। তবে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গুণা, দামোহ, পুরী হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ছত্তিশগড়ের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা আপাতত শক্তি হারিয়েছে। নিম্নচাপের আর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ নেই। তবে আগামী সপ্তাহে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ ও ৩ সেপ্টেম্বর ফের বাড়তে পারে। তবে তুমুল দুর্যোগের সম্ভাবনা নেই। 

    আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ, রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি। 

    আগামিকাল, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা নেই সেদিন। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট আবারও বাড়ল। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি নেই। 
  • Link to this news (আজকাল)