• যোগীরাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! ২ জনের মৃত্যু, জখম ৪
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • ৩১ আগষ্ট, লখনউ: যোগীরাজ্যে বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন। রবিবার দুপুরে লখনউয়ের বেহতা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের একাধিক বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পুলিসের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ওই বাড়িটিতে বাজি তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের জেরে ছাদের একটি অংশ ধসে পড়ে। ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন। তাঁদেরই মৃত্যু হয়। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। 
  • Link to this news (বর্তমান)