• ঈশিতা হত্যাকাণ্ডে পুলিসের বড় সাফল্য! গুজরাত থেকে গ্রেপ্তার দেশরাজের আশ্রয়দাতা
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিস। মূল অভিযুক্ত দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, খুনের ঘটনা জানার পরও দেশরাজকে লুকিয়ে থাকতে সাহায্য করা এবং ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করেছিল কুলদীপ।পুলিস সূত্রে খবর, ধৃত কুলদীপ সিং উত্তরপ্রদেশের দেউড়িয়ার বাসিন্দা। তবে তাকে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য বিষয় হল, গত ২৫ আগস্ট কৃষ্ণনগরের পালপাড়ায় মল্লিক বাড়িতে ঢুকে ঈশিতাকে নৃশংসাভাবে খুন করেছিল দেশরাজ। তারপর থেকেই নিজের পরিবার, গ্যাংস্টার দুই জামাইবাবু এবং যোগীরাজ্যের প্রভাবশালী একটা অংশের প্রত্যক্ষ মদতে পুলিসের সঙ্গে লুকোচুরি খেলে বেড়াচ্ছে দেশরাজ। তার সঙ্গেই গা-ঢাকা দিয়ে রয়েছে দেওরিয়ার কাইরাউতা গ্রামের বন্ধু নবীন প্রতাপ সিং। ঈশিতাকে খুন করতে যে নাইন এমএম পিস্তলটি ব্যবহার করেছিল দেশরাজ, তা জোগান দিয়েছিল নবীন।কৃষ্ণনগর পুলিস জেলার তদন্তকারীরা বলছেন, নিজের বাসস্থান দেওরিয়া ছেড়ে গত কয়েকদিন ধরে লাগোয়া গোরক্ষপুর জেলায় গ্যাংস্টার ‘জিজাজি’দের ডেরায় আশ্রয় নিয়েছে দেশরাজ ও নীতিন। তবে এবার তার ‘গুণধর’ মামা পাকড়াও হতেই খুব তাড়াতাড়ি দেশরাজের কাছেও পৌঁছনো যাবে বলে অনুমান পুলিসের।
  • Link to this news (বর্তমান)