নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির এক ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কেয়ারটেকার দম্পতি। আর সেই সুযোগে পাশের ঘরের জানালার গ্রিল ভেঙে দিয়ে ভিতরে ঢুকে বহু জিনিস নিয়ে চম্পট দিল চোর! দুঃসাহসিক চুরির এই ঘটনা ঘটেছে বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বংঙ্কিম নগরে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পরিবার সূত্রে দাবি, ঘরের আলমারির লকার, ড্রয়ার ভেঙে , কার্যত ঘর লন্ডভন্ড করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে ব্যাঙ্কের লকারের চাবি, গাড়ির চাবি, তিনটি দামী হাত ঘড়ি, ব্যাগে রাখা কিছু টাকা, কিছু গয়নাও।জানা গিয়েছে, বাড়ির গৃহকর্ত্রী সুমিতা সরখেলের ছেলে মারা গিয়েছেন কয়েক মাস আগে। বর্তমানে তিনি মেদিনীপুর এ মেয়ে - জামাইয়ের কাছে থাকেন। বাড়ি দেখা-শোনার জন্য কেয়ারটেকার তাঁর স্ত্রী'কে নিয়ে রাতে থাকেন। এদিন সকালে কেয়ারটেকার তরুণ ভট্টাচার্যের কাছে চুরির খবর পেয়ে মেয়ে জামাইকে নিয়ে ছুটে আসেন সুমিতাদেবী। জামাই শুভজিৎ ভট্টাচার্য বলেন, "একেবারে ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে লন্ডভন্ড চালিয়ে চুরি হয়েছে। ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।" ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।