• গাড়িতে লরির ধাক্কা, দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুপুর একটার কিছু পরে হাওড়ার নিবড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। যদিও মন্ত্রীর কোনও আঘাত লাগেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

    সূত্রের খবর¸ জরুরি কাজে এদিন দুপুরে ডানকুনি থেকে কলকাতা যাচ্ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। মাঝ পথে ঘটে যায় দুর্ঘটনা। জাতীয় সড়কে কলকাতাগামী লেনে একটি লরি পেছন দিক থেকে এসে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। সে সময় মন্ত্রীর গাড়ির গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। লরির ধাক্কায় তাঁর গাড়ির পেছনের অংশ সামান্য দুমড়ে যায়। তবে গাড়িতে উপস্থিত প্রদীপ মজুমদারের কোনও আঘাত লাগেনি বলে খবর। ঘটনার পরেই নিবড়া ট্রাফিক গার্ডের পুলিস লরিটিকে আটক করে। সঙ্গে থাকা পাইলট গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী।
  • Link to this news (বর্তমান)