• পুরীর জগন্নাথের রথের চাকা এবার সংসদে, বড় সিদ্ধান্ত লোকসভার সচিবালয়ের
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের তিনটি চাকা সংসদে স্থাপন করা হবে। লোকসভার সচিবালয়ের সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই তিনটি রথের চাকা দিল্লিতে আসতে চলেছে। শনি ও রবিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ওড়িশা সফরের সময়েই এই বিষয়টি পাকা হয়েছে। তবে চাকাগুলি সংসদ প্রাঙ্গণ বা নতুন সংসদ ভবন পরিসরের অন্দরে কোথায় রাখা হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

    জগন্নাথ মন্দির প্রশাসনও সংসদে রথের চাকা রাখার এই তথ্য নিশ্চিত করেছে। মন্দির কমিটি জানিয়েছে যে লোকসভার স্পিকার ওম বিড়লা পুরী সফর করেন। মন্দির কমিটি তাঁকে এই প্রস্তাব দিয়েছে, যা তিনি গ্রহণ করেন। এই তিনটি চাকা জগন্নাথের রথ নান্দীঘোষ, সুভদ্রা-র রথ দর্পদলন এবং বলভদ্রের রথ তালধ্বজ থেকে বার করে আনা হবে। এবং এই তিনটি রথের প্রতিটির একটি করে চাকা দিল্লিতে পাঠানো হবে। ওড়িশার সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী প্রতীক হিসাবে এগুলি সংসদে স্থাপন করা হবে। তবে রথের কোন চাকাগুলি এবং সংসদ প্রাঙ্গণের কোথায় সেগুলি স্থাপন করা হবে সেবিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    এ বছর রথযাত্রা হয়েছিল ২৭ জুন। রথযাত্রার পর প্রতি বছর তিনটি রথ ভেঙে ফেলা হয়। নান্দীঘোষ রথের প্রধান ছুতোর মিস্ত্রি বিজয় মহাপাত্র জানিয়েছেন, কিছু প্রধান অংশ বাদে প্রতি বছর রথ নির্মাণে নতুন কাঠ ব্যবহার করা হয়। ভাঙা রথের অংশ গুদামে রাখা হয় এবং চাকা-সহ কিছু অংশ নিলামে তোলা হয়। প্রতি বছর, ২০০ জনেরও বেশি মানুষ মাত্র ৫৮ দিনে ৪৫ ফুট উঁচু তিনটি রথ প্রস্তুত করেন। এই রথগুলি ৫ ধরনের বিশেষ কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। কাঠ পরিমাপ করার জন্য কোনও স্কেল ব্যবহার করা হয় না, বরং ৪৫ ফুট উঁচু এবং ২০০ টনেরও বেশি রথ লাঠি দিয়ে পরিমাপ করে প্রস্তুত করা হয়।
  • Link to this news (প্রতিদিন)