সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের বিস্ফোরণ। এবার লখনউয়ের বাড়িতে বিস্ফোরণে নিহত দু’জন। পুলিশ জানিয়েছে, লখনউয়ের গুড়াম্বা এলাকার ওই বাড়িতে বাজি কারখানা চলত। ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
স্থানীয় মানুষের সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের ধাক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশকিছু বাড়ি। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে বাড়ির মালিকের স্ত্রীর। আহত হয়েছেন বাড়ির অন্যান্য সদস্যরা।
অতিরিক্ত পুলিশ কমিশনার অনিন্দ্য বিক্রম সিং জানিয়েছেন, “একটি বাড়িতে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।”
বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। ধসে চাপা পড়ে যান পাঁচজন। তাঁদের ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জেলাশাসক-সহ পুলিশকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলাশাসক জানিয়েছেন পাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।