• বৃন্দাবনে মধ্যপ্রদেশের যুবককে যৌন হেনস্তা, ব্ল্যাকমেলে অভিযুক্ত আশ্রমের মহান্ত
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার পাশাপাশি ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ পুরহিতের বিরুদ্ধে। বৃন্দাবনের এক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের এক যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মথুরার এসএসপি তদন্ত রিপোর্ট তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    মধ্যপ্রদেশের নির্যাতিত যুবকের অভিযোগ, ২০২২ সালের ২২ নভেম্বর বৃন্দাবনের ওই আশ্রমে ছিলেন তিনি। সেখানে আশ্রমের মহান্ত তাঁর প্রসাদে মাদক মিশিয়ে দেন। এরপরেই তাঁর উপর যৌন নির্যাতন করা হয়। ওই ব্যক্তির দাবি শুধু নির্যাতন নয়, ওই ঘটনার ভিডিও করে, সেই ভিডিও ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল হয়। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে বলেও পুলিশের কাছে জানিয়েছেন ওই যুবক।

    যৌন নির্যাতন ও হেনস্তার শিকার হয়ে যুবক প্রথমে আগরা রেঞ্জের ডিআইজি-র সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ আধিকারিকের পরামর্শে মথুরার সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তাঁকে জানান নির্যাতিত যুবক। এই অভিযোগ খতিয়ে দেখে সার্কেল অফিসার (সদর) সন্দীপ কুমার সিং-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এসএসপি।

    তদন্তকারি অফিসার জানিয়েছেন, অশ্রমের মহান্তর বিরুদ্ধে ওই যুবকের আনা অভিযোগ গুরুতর। কিন্তু ঘটনা তিন বছরের পুরনো। তাই গোটা ঘটনার তদন্ত করে তারপরই ওই মহান্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
  • Link to this news (প্রতিদিন)