• মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা বিজেপির প্রধানের মুখে! ‘ধন্যবাদ’, জানাল তৃণমূল
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ফের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অস্বস্তিতে বিজেপি শিবির। শুক্রবার কোনিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাট পাতিলা প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির চলছিল। শিবির থেকে প্রকল্পের প্রশংসা করে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে দাবি করেন কোনিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান।

    উল্লেখ্য, এর আগে কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন।

    পরপর পঞ্চায়েতের প্রধানরা মুখ্যমন্ত্রীর প্রশংসা করায় বেজায় চটেছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অপরাধে বিজেপি প্রধান হয়তো বিজেপির কাছে ভর্ৎসনার শিকার হবেন, কিন্তু তিনি সত্যি কথা বলায় তাঁকে ধন্যবাদ।”

    বাগদা তৃণমূলের আইটি সেলের সদস্য জয়ন্ত বিশ্বাস বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী যে ভালো কাজ করছেন এটাই তার প্রমাণ। বিজেপি প্রধানের শিরদাঁড়া সোজা তাই সত্যি কথাটা বলে ফেলেছেন।” যদিও প্রধান গীতু বিশ্বাস সরকার দাবি করেন, এই প্রকল্পের জন্য একজন প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে নয়। বিজেপি ক্ষমতায় এলে নতুন আরও অনেক প্রকল্প আনা হবে।”
  • Link to this news (প্রতিদিন)