• মুখে বিরোধিতা করলেও SIR-কে সমর্থন করছে তৃণমূল, তোপ বিজেপির
    হিন্দুস্তান টাইমস | ৩১ আগস্ট ২০২৫
  • তৃণমূলের বিরুদ্ধে এসআইআর প্রসঙ্গে নতুন অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ, মুখে বিরোধিতা করলেও বাস্তবে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই দাবি করেছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের একটি নথি প্রকাশ করে জানান, তৃণমূল ইতিমধ্যেই কয়েকটি জেলার বুথ লেভেল এজেন্টের


    জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, তৃণমূল বাইরে ‘নো এসআইআর’ বলে আন্দোলন চালালেও কমিশনের খাতায় তারা ‘ইয়েস এসআইআর’ বলছে। অর্থাৎ সরকারি প্রক্রিয়ায় নিজেদের যুক্ত করেছে। বাইরে কর্মীদের বোঝানো হচ্ছে এক রকম, ভেতরে কমিশনের কাছে মাথা নত করা হচ্ছে। তাঁর বক্তব্য, সংবিধান স্বীকৃত প্রক্রিয়া মানতেই হচ্ছে তৃণমূলকে। তাই বাধ্য হয়েই তারা বিএলএ-১ তালিকা দিয়েছে। বিজেপি নেতার কটাক্ষ, হিম্মত থাকলে তৃণমূল তাদের বিএলএ-১ তালিকা প্রত্যাহার করে নিক। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, এসআইআর সমর্থনের প্রশ্নই ওঠে না। নিয়মকানুন মেনে বুথ স্তরে ও সাংগঠনিকভাবে লোক প্রস্তুত রাখতে হয়। না হলে বিজেপি বলবে তৃণমূল লোক দিতে পারেনি। আসলে এই প্রস্তুতি রাখা হচ্ছে যাতে এসআইআর প্রতিহত করার লড়াই বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত চালানো যায়। তাঁর বক্তব্য, তৃণমূল কৌশলগত কারণে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, সমর্থনের জন্য নয়।

    বিএলএ-১ মূলত বুথ ভিত্তিক এজেন্ট। বিধানসভা কেন্দ্র ধরে দলগুলিকে তালিকা পাঠাতে হয়। কমিশনের নথি অনুযায়ী তৃণমূল কিছু জেলার তালিকা ইতিমধ্যেই জমা দিয়েছে। বিজেপির দাবি, এটাই প্রমাণ করে তৃণমূল কথায় এক, কাজে আরেক। কিন্তু শাসকদলের মতে, বিজেপিকে বুথে ‘ফাঁকা মাঠ’ দিতে তারা রাজি নয়, তাই কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে দল।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন যে নিবিড় এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, তা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। তাদের অভিযোগ, এর আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপি বারবার বলছে, সাংবিধানিক নির্দেশ মেনে কমিশন কাজ করছে, তাই বিরোধিতা করে লাভ নেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)