রক্তদান উৎসবে চূড়ান্ত বিশৃঙ্খলা। রবিবার দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির কারণে উত্তেজনা ছড়ায় রাজারহাটের লস্করহাটির এক রক্তদান শিবিরে। পরিস্থিতি সামাল দিতে হাজির হতে হয় পুলিশকে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত ইজাজুল লস্করের উদ্যোগে ওই ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। হঠাৎই রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পাহাড়আলি লস্কর তাঁর অনুগামীদের নিয়ে ওই শিবিরে উপস্থিত হন। দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সব্যসাচী দত্তের সামনেই শুরু হয় হাতাহাতি। একে অপরের বিরুদ্ধে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে দেন।
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় আসরে নামেন সব্যসাচী দত্ত। ঝামেলা থামানোর অনুরোধ করেন সকলকে। কর্মী সমর্থকদের শান্ত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব্যসাচী দত্ত বলেন, ‘রক্তদান শিবিরের মূল গেটটি ছোট হয়ে যাওয়ার কারণে এই বিশৃঙ্খল পরিস্থিতি। ঠিক ভাবে প্রবেশ করা যাচ্ছিল না।’ গোষ্ঠী সংঘর্ষের বিষয় নেই বলে দাবি করেন তিনি।