ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, ভারতীয় রেল আপনাকে দেবে ২০ শতাংশ ছাড়, কীভাবে
আজকাল | ০১ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলওয়ে একটি রাউন্ড ট্রিপ স্কিম চালু করেছে, যার মাধ্যমে যাত্রীরা ট্রেনের টিকিটে সরাসরি ২০ শতাংশ ছাড় পাবেন। এই স্কিম কেবল তখনই প্রযোজ্য হবে যখন একই যাত্রীদলের জন্য যাওয়া ও ফেরার দু’টি টিকিট একসঙ্গে বুক করা হবে। নির্দিষ্ট তারিখের জন্য বুকিং ইতিমধ্যেই চালু হয়েছে। যাত্রীরা চাইলে নতুন চালু হওয়া RailOne অ্যাপ অথবা অফলাইন কাউন্টার থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
স্কিম প্রযোজ্যতার শর্তএই ছাড় কেবল তখনই পাওয়া যাবে, যখন টিকিট যাত্রীর উৎস স্টেশন থেকে অ্যাডভান্স রিজারভেশন পিরিয়ড (ARP)-এর মধ্যে বুক করা হবে। বর্তমান চক্রের জন্য সময়সূচি:যাওয়া (Onward) যাত্রার তারিখ: ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর, ২০২৫ফেরার (Return) যাত্রার তারিখ: ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২৫ছাড় শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন ফেরার টিকিটের যাত্রী তালিকা, ভ্রমণের শ্রেণি এবং স্টেশন জোড়া যাত্রার টিকিটের সঙ্গে পুরোপুরি মিলে যাবে।
RailOne অ্যাপে বুকিং করার ধাপে ধাপে নির্দেশিকাডাউনলোড ও লগইন: RailOne অ্যাপ (অ্যান্ড্রয়েড ও iOS-এর জন্য উপলব্ধ) ইনস্টল করুন। mPIN বা বায়োমেট্রিক ব্যবহার করে লগইন করুন।স্কিম নির্বাচন করুন: ‘Avail Festive Package’ সেকশনে গিয়ে রাউন্ড ট্রিপ বুকিং শুরু করুন।যাওয়ার টিকিট বুক করুন: প্রস্থান ও গন্তব্য স্টেশন লিখুন, তারিখ (১৩–২৬ অক্টোবরের মধ্যে) নির্বাচন করুন, কোটা বাছুন এবং বুকিং সম্পন্ন করুন। পেমেন্টের পর একটি PNR কনফার্মেশন পাওয়া যাবে।ফেরার টিকিট বুক করুন: যাওয়ার টিকিট কনফার্ম হওয়ার পর “Book Return Ticket (20% Discount)” অপশনটি বেছে নিন। অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্টেশন জোড়া, যাত্রীর তথ্য ও শ্রেণি পূরণ করে দেবে। এবার ফেরার তারিখ (১৭ নভেম্বর–১ ডিসেম্বরের মধ্যে) বেছে নিন।
পেমেন্ট ও কনফার্মেশন: পেমেন্ট সম্পন্ন করলে ২০ শতাংশ ছাড়ে ফেরার টিকিট বুক হয়ে যাবে।
RailOne অ্যাপের সুবিধাসমূহছাড়প্রাপ্ত বুকিং ছাড়াও, RailOne অ্যাপ এক প্ল্যাটফর্মে একাধিক যাত্রীসেবা সংযুক্ত করেছে। এর মধ্যে রয়েছে:অনির্ধারিত টিকিট বুকিং (UTS)লাইভ ট্রেন ট্র্যাকিংঅভিযোগ নিষ্পত্তিই-ক্যাটারিংকুলির বুকিংশেষ মাইল ট্যাক্সি পরিষেবাঅ্যাপটি মূলত রেলযাত্রীদের জন্য একটি অল-ইন-ওয়ান পোর্টাল হিসেবে তৈরি করা হয়েছে।
মাথায় রাখার বিষয়গুলোস্কিম কেবল তখনই প্রযোজ্য হবে, যখন দু’টি যাত্রার বুকিং একই শর্তে করা হবে। অফলাইন কাউন্টার থেকেও একই সুবিধা পাওয়া যাবে। নির্দিষ্ট সময়সীমার বাইরে বুক করা টিকিটে কোনও ছাড় মিলবে না।
তাই যদি আগে থেকে সমস্ত তথ্য আপনার জানা থাকে তাহলে সেখান থেকে আপনি সমস্ত কিছু নিজের মতো করে সাজিয়ে নিয়ে ঘর থেকে বের হতে পারবেন। এখানে নিজেই হয়ে উঠতে পারেন নিজের বিকল্প।