• শ্রীরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, জখম ২২ যাত্রী
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রবিবার দুপুরে পুরশুড়ার হরিহর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় একটি বেসরকারি বাস। তার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌছায়। স্থানীয় বাসিন্দারা ও পুলিস আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রায় ২০ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া এক বালক সহ দু’জনকে আরামবাগ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। 

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ বাসটি তারকেশ্বর থেকে খানাকুলের গণেশপুরের দিকে যাচ্ছিল। কিন্তু পুরশুড়ার হরিহর এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিস। চালক পলাতক।
  • Link to this news (বর্তমান)