• জন্মদিনের আনন্দ বদলে গেল বিষাদে! কাটোয়ায় পিকনিকে গিয়ে ডিঙি উল্টে ডুবে গেলেন গৃহশিক্ষক এবং ছাত্র
    আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৫
  • পানুহাটে পিকনিকের মাঝে দিঘিতে ডুবে মৃত্যু শিক্ষক এবং ছাত্রের। জন্মদিনের আনন্দ মুহূর্তে পরিণত হল শোকের আবহে। রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটে বনদিঘির পাড়ে পিকনিক চলছিল। সে সময় দিঘিতে উল্টে গেল টিনের ডিঙি। ঘটনায় প্রাণ হারালেন গৃহশিক্ষক সুমন্ত ঘোষাল এবং এক ছাত্র নির্মল রায়।

    স্থানীয় সূত্রে খবর, শিবম হালদার নামে একাদশ শ্রেণির ছাত্রের জন্মদিন উপলক্ষে বনদিঘির পাড়ে পিকনিকের আয়োজন করা হয়। সেখানে শিবমের কয়েক জন সহপাঠী এবং তাঁর গৃহশিক্ষক সুমন্ত ঘোষাল উপস্থিত ছিলেন। খাওয়া-দাওয়া শেষে সুমন্ত, নির্মল-সহ মোট ছ’জন ছাত্র ছোট একটি ডিঙিতে চড়েন।

    প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ডিঙি নিয়ে পুকুরের মাঝামাঝি গিয়ে ছাত্রেরা দাপাদাপি শুরু করে। ফলে ভারসাম্য হারিয়ে উল্টে যায় ডিঙি। উপস্থিত ছ’জনের মধ্যে চার জন সাঁতার কেটে পাড়ে চলে যান। ডুবে যান শিক্ষক সুমন্ত এবং নির্মল।

    খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাঁদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুলিশ এবং প্রশাসনের তরফে ডুবুরি নামানো হয়। সন্ধ্যা নাগাদ উদ্ধার হয় সুমন্তের দেহ। নির্মলের খোঁজে এখনও তল্লাশি চলছে। ঘটনাস্থলে উপস্থিত হন কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আনন্দবাজার)