• টেনিস বলের ভিতরে ভরে পাচার! ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ
    আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৫
  • অভিনব কায়দায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচারের অভিযোগ! সীমান্ত থেকে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, টেনিস বলের মধ্যে সোনার বিস্কুট ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। শেষ পর্যন্ত ভেস্তে যায় পাচার।

    শনিবার রাতের অন্ধকারে দিনহাটার চৌধুরীহাট এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে এদেশে সোনা পাচারের চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তা ধরে ফেলেন। মোট ২১টি টেনিস বল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৪৩টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে।

    বিএসএফের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উদ্ধার সোনার ওজন ৫ কেজি ১৭ গ্রাম। ওই সোনার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ বিষয়ে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে দিনহাটা সীমান্ত থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত চোরাচালান রোধে ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিএসএফ।
  • Link to this news (আনন্দবাজার)