• ‘দাগি অযোগ্য’দের তালিকায় বিজেপি নেতার স্ত্রী! বীরভূমে শুরু রাজনৈতিক তরজা
    আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৫
  • সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা শনিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এ বার সেই ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকায় উঠে এল বীরভূম জেলা বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। তালিকায় তাঁর নাম ও ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল গুঞ্জন।

    এসএসসির দাগি তালিকায় ২৭৭ নম্বরে নাম রয়েছে লক্ষ্মীর। বীরভূমের কালীথা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি। দাগি অযোগ্যদের তালিকায় লক্ষ্মীর নাম জুড়ে যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে জেলার অন্দরে। এত দিন শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব ছিল বিজেপি। কিন্তু এ বার নিজেদের নেতার পরিবারের নাম উঠে আসায় অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির। বিরোধীদের কটাক্ষ, দুর্নীতিতে শুধু তৃণমূল নয়, বিজেপিও সমান ভাবে জড়িয়ে রয়েছে।

    যদিও জেলা বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের আশঙ্কা, আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনা বীরভূমে বিজেপির সমীকরণে বড়সড় ধাক্কা দিতে পারে।

    এই ঘটনায় বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, “সুরজিৎ সরকারের স্ত্রী চাকরির জন্য এক জন যোগ্য প্রার্থী। ইচ্ছা করে তাঁর নাম অযোগ্যদের তালিকায় তুলে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, “সিবিআইয়ের কাছে গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি করেছিলেন লক্ষ্মী বিশ্বাস। সেই কারণেই হয়ত চক্রান্ত করে তাঁর নাম অযোগ্যদের তালিকায় তুলে দেওয়া হয়েছে।”

    প্রসঙ্গত, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। শীর্ষ আদালতের ওই নির্দেশ মতো ‘দাগি অযোগ্য’দের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)