• স্কুল চললেও সমাধান-শিবির, বক্তা শোভনদেব
    আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৫
  • স্কুল চলাকালীন জাঁক করে মাইক বাজিয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির করা হল নাকাশিপাড়ার মুড়াগাছা হাইস্কুলে। শনিবার সেই শিবির উপস্থিত ছিলেন খোদ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, বিডিও স্নেহাশিস দত্ত প্রমুখও হাজির ছিলেন। কী করে এমন ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলছেন বিরোধী থেকে অভিভাবকদের একাংশ।

    মুড়াগাছা গ্রামের বাসিন্দা তথা নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য সিপিএমের ফখরুদ্দিন শেখের (শ্যাম) মতে, “এই অনুষ্ঠান স্কুল চলাকালীন না হলেই ভাল হত। কিংবা আলাদা জায়গায় করলেই ভাল হত। এটা অনুচিত বলেই আমাদের মনে হয়।” বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ মণ্ডলও সমালোচনায় সরব হয়েছেন। তাঁর বক্তব্য, “স্কুলের পড়াশোনার সময় এই ধরনের শিবির বসানো শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। স্কুল শেষে অনুষ্ঠান করলেই ভাল হত।”

    স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় ঘোষ ফোন ধরেননি। ফলে এই বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি স্কুল পরিচালন সমিতির সভাপতি অজয় খাঁয়ের সঙ্গে। স্কুল চলাকালীনই যে এই অনুষ্ঠান হয়েছে তা স্বীকার করেছেন নাকাশিপাড়ার বিডিও স্নেহাশিস দত্ত। তবে তাঁর ব্যাখ্যা, “যেহেতু সোম থেকে শনিবার স্কুল থাকে, মন্ত্রী এই দিনই সময় দিয়েছিলেন। উঁচু ক্লাস ছাড়া বাকিদের ক্লাস সোমবারে সরিয়ে দেওয়া হয়েছে। কোনও পরীক্ষাও ছিল না। জেলা ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই শিবির করা হয়েছে।” আর নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁয়ের দাবি, “শোভনদেব চট্টোপাধ্যায় এই সরকারি প্রকল্প নিয়ে মাত্র দশ মিনিট কথা বলেছেন। এতে স্কুলের কোনও ক্ষতি হয়নি।”
  • Link to this news (আনন্দবাজার)