• বাংলাদেশি-সহ ফের ধৃত তিন
    আনন্দবাজার | ৩১ আগস্ট ২০২৫
  • এ বার এক বাংলাদেশিকে আশ্রয়, সীমান্ত পেরোতে সাহায্য ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশি-সহ ৩ জনকে গ্রেফতার করা হল ফরাক্কার জিগরি থেকে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশির নাম ওয়াসিম আক্রাম। তার বাড়ি উজিরপুর তালপট্টি, থানা শিবগঞ্জ, জেলা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ। তার আশ্রয়দাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে সাদ্দাম হোসেন ও মিস্টার শেখকে। এদের আরও চার সঙ্গীকে খুঁজছে পুলিশ।

    বৃহস্পতিবার রাতে এসআই অরূপ ঘোষের নেতৃত্বে ১২ নম্বর জাতীয় সড়কে মোবাইলে ডিউটি করার সময় এক দল পুলিশ কর্মীর নজরে পড়ে কয়েক জন ব্যক্তি ফরাক্কার জিগড়ির মোড়ে জড়ো হয়েছে। পুলিশকে আসতে দেখে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ এক জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওয়াসিম আক্রাম তার পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়।

    পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানায়, জলপথে সে বাংলাদেশ থেকে ভারতে এসে ফরাক্কায় আশ্রয় নিয়েছে। তাকে ভারতে এসে চোরাকারবার চালাতে সাহায্য করেছে নিশিন্দ্রাপার মহাদেবনগরের মনি শেখ, বাসির শেখ ও বটতলার নিজাম শেখ ও তার দাদা মিস্টার শেখ ও দক্ষিণ মহাদেবনগরের মিঠু শেখ ও তার ভাই সাদ্দাম হোসেন।তাদের আশ্রয়ে ভারত থেকে বাংলাদেশে চোরাকারবারের কাজ করছে সে দীর্ঘ দিন ধরে।

    পুলিশ জানায়, ফরাক্কার এই সব ব্যক্তিরাই তাকে আশ্রয় দিয়েছে এখানে। তবে তার কাছে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। এরপরেই পুলিশ সাদ্দাম হোসেন ও মিস্টার শেখকে ধরে ফেলে। বাকিদের খোঁজ চলছে। সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)