১৫ বছর পেরিয়ে গেল লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের জুটির। শনিবার তারই উদ্যাপন মুভিটোন স্টুডিয়োয়। সন্ধ্যা গাঢ় হওয়ার আগেই আলোর রোশনাই, সানাইয়ের সুর, রকমারি ফুল আর মাদলের তালে গমগম করছে চত্বর। আয়োজনে স্টার জলসা। সেখানেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে উপস্থিত অঙ্কুশ হাজরা। শনিবারের খবরে প্রকাশ, বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ইডির সমন পেয়েছেন তিনি।
ধারাবাহিক ‘বিন্নি ধানের খই’ দিয়ে যাত্রা শুরু। ছোটপর্দায় লীনা-শৈবালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের রাজত্ব ১৫ বছর ধরে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তাঁরা। যেমন, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’, ‘কেয়াপাতার নৌকো’, ‘জলনূপুর’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’। জুটির সাম্প্রতিক ধারাবাহিক ‘চিরসখা’ও একই ভাবে জনপ্রিয়।
প্রায় প্রত্যেক ধারাবাহিকের অভিনেতারা এ দিনের সন্ধ্যা আলো করেছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ঋতা দত্ত চক্রবর্তী, মালবিকা সেন হয়ে এই প্রজন্মের অপরাজিতা ঘোষ দাস, বিক্রম চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, শ্রুতি দাস, দিব্যজ্যোতি দত্ত, রাজন্যা মৈত্র, কৌশিক রায় উপস্থিত। এসেছিলেন জি বাংলা চ্যানেলের দায়িত্বে থাকা সম্রাট ঘোষ।
কেক কেটে মিষ্টিমুখের পালা ছিলই। ছিল ১৫টা বছর ফিরে দেখা। প্রত্যেকটি ধারাবাহিকের টুকরো কোলাজ একত্রিত করে। যাঁদের ঘিরে এত আয়োজন সেই লীনা-শৈবাল কতটা স্মৃতিকাতর? আনন্দবাজার ডট কমকে উভয়েই বলেছেন, “১৫ বছরের যাত্রা খুব সহজ নয়। শূন্য হাতে শুরু করেছিলাম। আজ আমরা প্রায় পূর্ণ।” লীনা সম্পর্কের গল্প বলতে ভালবাসেন। ১৫ বছর ধরে সেই পথে হাঁটাও সহজ নয়! তবু লীনার ঝুলি পূর্ণ। শুনে হেসে ফেলেছেন তিনি। বলেছেন, “সম্পর্কের কত বিচিত্র রূপ! সে গল্প লিখে ফুরোনোর নয়। আমারও তাই হাত খালি হয় না।” লীনাকে বিনোদন দুনিয়ায় এনেছিলেন চিকিৎসক গৌতম সাহা। এ দিন তিনি কাহিনি-চিত্রনাট্যকার-পরিচালক লীনার সমৃদ্ধি দেখে খুশি।
লীনা-শৈবালকে এ দিন শুভেচ্ছা জানিয়ে সাবিত্রী বলেন, “ওর সঙ্গে অদ্ভুত আত্মিক টান। ১৩ বছর ধরে লীনার সঙ্গে রয়েছি। ওর গল্প বলার ধরন ভীষণ টানে। এমনও হয়েছে, ওর সৃষ্ট চরিত্র দেখে মনে হয়েছে, ইস! এই চরিত্রে যদি অভিনয় করতে পারতাম। ফাটিয়ে দিতাম তা হলে।” অনসূয়ার মতে, তিনি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করে আরাম পান। মন ভাল হয়ে যায় তাঁর লীনার সঙ্গ পেলে।
তত ক্ষণে ঘোল আর চিকেন ফিঙ্গার হাতে হাতে ঘুরছে সকলের। ওই অবস্থাতেই বহু দিন পরে ফ্রেমবন্দি ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘অনিন্দ্য’ সুদীপ মুখোপাধ্যায় আর ‘জুন আন্টি’ উষসী চক্রবর্তী। অনুষ্ঠানশেষে পাত পেড়ে খাওয়ার এলাহি আয়োজন। বাঙালি রীতি মেনে লুচি, ছোলার ডাল, বেগুনভাজা, ঘি পোলাও, ইলিশ, পাঁঠার মাংস, দই, মিষ্টি সকলের পাতে। সেখানেই ঐন্দ্রিলা-বিক্রমের সঙ্গে সমস্ত পদ তৃপ্তি করে খেলেন অঙ্কুশ।