দেশের মাটিতে দাপট দেখানোর পর এ বার দেশের বাইরেও ফুল ফোটাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। রবিবার কিটচি এসসি-র বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল। এক পয়েন্ট পাওয়ার ফলে মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে তারা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন সঙ্গীতা বাসফোর।
মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তাই কিটচির বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই মূলপর্বে চলে যেত তারা। সেটাই হল। রবিবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে কিটচির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল তারা।
এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ় জানিয়েছিলেন, ড্র নয়, জেতার লক্ষ্যেই নামবেন তাঁরা। সেই পরিকল্পনা করে নিজের সেরা দল নামিয়েছিলেন তিনি। সঙ্গীতার সঙ্গে ফাজ়িলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউলদের রেখেছিলেন তিনি। খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল আক্রমণ শুরু করে। তার ফলও পায় তারা। ৯ মিনিটের মাথায় ফাজ়িলার ক্রস থেকে গোল করেন সঙ্গীতা। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি কিটচি।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় সমতা ফেরায় কিটচি। গোল করেন হো মুই মুই। তার পরেও আক্রমণ করতে থাকে তারা। কিন্তু লাল-হলুদের গোলের নীচে পান্থোই চানু এই ম্যাচে ভাল খেললেন। বেশ কয়েকটি সেভ করেন তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় খেলা। এক জয় ও এক ড্রয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মূলপর্বে চলে গেল ইস্টবেঙ্গল। ভারতের দ্বিতীয় ক্লাব হিসাবে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে গেল ইস্টবেঙ্গল। এর আগে ওড়িশা এফসির মহিলাদের দল এই কীর্তি করেছে।
ইস্টবেঙ্গলের মহিলা দলের এই সাফল্যে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করায় তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব ও দলের মহিলা ফুটবলারদের।