• ‘একটা গভীর শূন্যতা...’, তিন বছর আট মাসের জার্নি ‘সূর্য’র, শেষ দিনের শুটিংয়ে মন খারাপ দিব্যজ্যোতির
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • একটা সময়ে টিআরপি তালিকায় শীর্ষে ছিল ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ‘সূর্য’ আর ‘দীপা’র চরিত্রও মন কেড়েছিল দর্শকের। এ বার গল্পে আসতে চলেছে নতুন মোড়। অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে ‘সূর্য’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ধারাবাহিকে। ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে শীঘ্রই জার্নি শেষ হতে চলেছে তাঁর। তিন বছর আট মাস ধরে এই চরিত্রটার সঙ্গেই জুড়ে ছিলেন তিনি। শেষদিনের শুটিংয়ে তাই কাঁপা গলায় অভিনেতা বললেন, ‘আসলে সত্যি বলতে কী বলব ঠিক বুঝতে পারছি না। খারাপ তো অবশ্যই লাগছে।’

    শুটিং ফ্লোর, টিমের সকলের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিদিন মনে পড়বে তাঁর। দিব্যজ্যোতি বললেন, ‘আসলে একটা প্রোজ়েক্ট ঘিরে কিছু ইমোশন, কত প্র্যাকটিস, কত স্বপ্ন থাকে। দীর্ঘ বছরের জার্নি। খুব সহজ তো নয় ভুলে যাওয়া। যে যতই বলুক না কেন, একটা শূন্যতা তো থাকবেই। অনেক ভালো স্মৃতি, অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। চেষ্টা করেছি অনেক কিছু শেখার।’

    প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘সূর্য’ ও ‘দীপা’র গল্পের ট্র্যাক পরিবর্তন হচ্ছে। পরবর্তী প্রজন্মের গল্প শুরু হতে চলেছে। যেখানে তিয়াশা, রাহুল মজুমদারকে দেখা যাবে নয়া ভূমিকায়। তবে দিব্যজ্যোতি না থাকলেও, অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অর্থাৎ ‘দীপা’ অবশ্য থাকছেন। তবে তিনিও এ বার একেবারেই নয়া ভূমিকায়।

    এতদিনের জার্নি শেষ হতে চলেছে। তাই একরাশ মন খারাপ নিয়েই দিব্যজ্যোতি বললেন, ‘অনেক কিছুই আজ মনে পড়ছে। আমি শুধু একটা কথাই বলব, এতদিন ধরে দর্শক যে ভাবে ‘অনুরাগের ছোঁয়া’কে ভালোবাসা দিয়েছেন, আশা করব এখনও সেটা বজায় থাকবে। আমি চাইব আরও দীর্ঘ বছর হইহই করে চলুক ‘অনুরাগের ছোঁয়া’। মানুষ যে ভাবে এই ধারাবাহিককে এতদিন ভালোবাসা দিয়েছেন, সেটাই যেন অব্যাহত থাকে। আমি এমনিতেই প্রতিদিন ‘অনুরাগের ছোঁয়া’ দেখি। আগের মতো আগামীতেও দেখব।’
  • Link to this news (এই সময়)