• রাস্তার পাশে দাঁড় করানো হলুদ স্কুটি, সামনে যেতেই চক্ষু চড়কগাছ সকলের, হুগলিতে চাঞ্চল্য
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৫
  • রাস্তার পাশে দাঁড়িয়ে একটি হলুদ স্কুটি। আর সেই স্কুটির গায়ে লেগে চাপ চাপ রক্ত। এমনকী, রাস্তাতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। তা অনুসরণ করতেই চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডীতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, পুলিশ এসে কিছুটা দূরে একটি ডোবা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার হাটপুকুর এলাকায়।

    স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান রাস্তার পাশে একটি হলুদ রঙের স্কুটি দাঁড়িয়ে রয়েছে। তাঁরা স্কুটির সামনে যেতেই চমকে ওঠেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা স্কুটির গায়ে রক্ত লেগে থাকতে দেখেন। যা দেখে তাঁদের সন্দেহ হয়। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাঁরা হাট পুকুর মোড়ে বসেছিলেন। তখন একজন এসে তাঁদের রক্ত মাখা স্কুটির খবর দেন।

    তিনি বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তের ফোঁটা ফোঁটা দাগ রাস্তা দিয়ে সোজা ডোবা পর্যন্ত গিয়েছে। কিন্তু তার পরে আর কিছু দেখা যায়নি। স্কুটির পাশে একটি অ্যাসিডের ভাঙা বোতল পড়েছিল। আমরা পুলিশকে খবর দিই।’ জানা গিয়েছে, খবর পাওয়ার পরেই চন্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে। রাত সাড়ে ১০ টার পরে পুলিশ ওই ডোবা থেকে যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের গলায় গভীর ক্ষত ছিল।

    পুলিশ জানতে পেরেছে ওই যুবক রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হেডফোন, রক্তমাখা চটি ও স্কুটি উদ্ধার করেছে। তবে কী ভাবে ওই যুবকের মৃত্যু হলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)