ইম্ফল: চাপে পড়ে অবশেষে মণিপুরের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উত্তরপূর্বের এই রাজ্যে আসবেন তিনি। এমনই খবর মিলেছে।
২০২৩ সালে জাতিগত হিংসায় জ্বলে উঠেছিল মণিপুর। প্রাণ হারিয়েছিলেন শত শত মানুষ। এরপর দু’বছর বেশি অতিক্রান্ত। হিংসাদীর্ণ উত্তর-পূর্বের এই রাজ্য এখনও অশান্তির কালো মেঘ কাটেনি। এই দু’বছরে বহুবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, একবারের জন্যও মণিপুরে যাননি তিনি। এই নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। তার উপর শান্তি স্থাপনে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করতে হয়েছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে। গেরুয়া সরকারের পতনের পর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরপূর্বের এই রাজ্য নিয়ে মোটেই স্বস্তিতে নেই গেরুয়া শিবির।
সূত্রের খবর, আগামী ১২ সেপ্টেম্বর তিনদিনের উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন মোদি। পাশাপাশি মিজোরাম ও অসমেও যাবেন প্রধানমন্ত্রী। তিন রাজ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে। যদিও প্রশাসনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। মোদি কেন মণিপুর যাচ্ছেন না, তা নিয়ে বারবার আক্রমণ শানিয়েছে বিরোধীরা। শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী পরপর বিদেশ সফরে যাচ্ছেন। কিন্তু, উত্তর-পূর্বের ওই রাজ্যে যাওয়ার সময় পাচ্ছেন না। রমেশের আক্রমণের পরই প্রধানমন্ত্রীর মণিপুর সফরের খবর মিলল।