নয়াদিল্লি: জট কাটল। অবশেষে তেজস মার্ক-১এ যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। সেপ্টেম্বরের শেষে দু’টি যুদ্ধবিমান সরবরাহ করবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)। আরও ৯৭টি তেজসের জন্য শীঘ্রই চুক্তি হতে পারে। শনিবার একথা জানালেন প্রতিরক্ষা সচিব আর কে সিং। তিনি বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের শেষে প্রথম দফায় দু’টি যুদ্ধবিমান হাতে চলে আসবে।’ সময়মতো যুদ্ধবিমান দিতে না পারায় বারবার বায়ুসেনা প্রধানের তোপের মুখে পড়েছে হ্যাল। বিলম্বের ব্যাখ্যাও দিয়েছে সংস্থাটি। মার্কিন সংস্থা জি ই এরোস্পেস সময়মতো ইঞ্জিন না দেওয়ায় বারবার তারিখ পিছিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন প্রতিরক্ষা সচিব। তবে যুদ্ধবিমানে কোনও ত্রুটি থাকলে চুক্তিতে সই না করার বার্তাও দেন তিনি। সিং বলেন, ‘সম্পূর্ণ নিখুঁত যুদ্ধবিমান না দিলে এই চুক্তি স্বাক্ষরিত হবে না। বিষয়টি হ্যালকে স্পষ্টভাবে জানানো হয়েছে। আশা করছি এবার ওরা ঠিক কাজ করবে।’ প্রসঙ্গত, মিগ-২১ যুদ্ধবিমানের পরিবর্তে তেজসকে আনতে চলেছে বায়ুসেনা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজসের জন্য হ্যালের সঙ্গে ৪৮ হাজার কোটির চুক্তি করে প্রতিরক্ষা মন্ত্রক।