পাটনা: ষোলোদিন ধরে বিহারে মাটি কামড়ে পড়ে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর ভোটার অধিকার যাত্রা অতিক্রম করেছে ১ হাজার ৩০০ কিলোমিটার পথ। ছুঁয়ে গিয়েছে ১১০টি বিধানসভা কেন্দ্র। সোমবার সেই যাত্রা শেষ হচ্ছে। এসআইআরের মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগে সোচ্চার ছিলেন তিনি। তাঁর সেই যাত্রায় ভালোই প্রভাব পড়েছে। সোমবার তাঁর যাত্রা শেষ হচ্ছে বলে ঘোষণা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। রবিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পাটনায় বিপুল জনসমাবেশের মাধ্যমে ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সোমবার গান্ধী ময়দান থেকে ভীমরাও আম্বেদকর মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন রাহুল। লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছে এই যাত্রা।’ সমাবেশে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কারও হাজির থাকার কথা।
এই যাত্রার সাফল্যও তুলে ধরেছেন বেণুগোপাল। তিনি বলেন, ‘ভোটার অধিকার যাত্রায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিপুল সমর্থন জানিয়েছেন বিহারের মানুষ। তাছাড়া এসআইআর নিয়ে বিহারবাসীর মধ্যে যে ভীতি ছিল রাহুলের যাত্রা তা কাটিয়ে তুলতে পেরেছে।’ রাহুলের এই যাত্রায় প্রথম থেকেই সঙ্গে ছিলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন বেণুগোপাল।